অনির্বাণ এই ফেব্রুয়ারী
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৬:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: জাতীয় ও আন্তর্জাতিক সকল ক্ষেত্রেই সম্মানিত ও গৌরবোজ্জ্বল ফেব্রুয়ারী মাস। প্রকৃত অর্থেই এই মাস বাংলাদেশের মানসভূমিতে এক উর্বর সুফলা মৌসুম। কারণ এ সময়ে এদেশের বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে সূচনা হয় এক অনন্য সৃজনশীলতা অর্থাৎ সৃষ্টির প্রেরণা, যা গোটা বছর জুড়ে এদেশের সকল সচেতন মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে, এক সমৃদ্ধ দেশ গড়তে উদ্বুদ্ধ করে।
আমাদের মাতৃভাষা, স্বাধীনতা ও বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এক অফুরন্ত প্রেরণার উৎস। তাই একুশে ফেব্রুয়ারীতে এদেশের মানুষের মনন জগত দীপ্ত ও সচকিত হয়ে ওঠে, ফলে ফুলে সুশোভিত হয়ে ওঠে এদেশের সৃষ্টিশীল সকল ক্ষেত্র-সাহিত্য, শিল্প ও সংগীতের সকল শাখা। আমাদের উচিত এই গৌরব মাসে আমাদের মানসিক, আত্মিক ও নৈতিক দিকসহ জাতীয় জীবনের সকল ক্ষেত্রকে ভাষা ও দেশপ্রেমে সঞ্জীবিত ও সিক্ত করা। অশিক্ষা ও ব্যর্থতার অন্ধকার চিরে এগিয়ে যাওয়া সাফল্যের দীপ্তমান প্রভাতের লক্ষ্যে।