জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৮:১০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ফেডারেশনের সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, শ্রমিক সমাজ হচ্ছে দেশের সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠী। তাদের রক্ত ও ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হলেও তারা সব সময় অধিকার বঞ্চিত। শীতের তীব্রতায় শ্রমিক জনগোষ্ঠী তাদের পরিবার পরিজন নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছেন। দেশের শ্রমজীবি মানুষের প্রতিনিধিত্বশীল সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধ্যমত সহযোগিতা নিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ অনুযায়ী সবাইকে শীতার্ত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।
তিনি বুধবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর জিন্দাবাজার এলাকায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুস্তম আলম কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রহিমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ও প্রচার সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন ও জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ নিয়ামত আলী প্রমূখ। বিজ্ঞপ্তি