শাহপরান থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪২:১২ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ফেডারেশনের সাবেক মহানগর সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, প্রচন্ড শীতের কারণে দেশব্যাপী মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এই শীতে অসহায় হতদরিদ্র মানুষের কষ্টের কোন সীমা নেই। বিত্তবানরা সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করলে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধ্যমত শীতার্থদের পাশে দাঁড়িয়েছে। সামর্থবান হলেও আপনারাও দাঁড়ান। তাহলে অসহায় মানুষ উপকৃত হবে এবং সামাজিক বন্ধন দৃঢ় হবে।
তিনি বুধবার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধীন শাহপরান থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চালিবন্দর এলাকায় শীতার্ত শ্রমজীবিদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাহপরান থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সহ-সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, ট্রেড ইউনিয়ন থানা-১ এর সাধারণ সম্পাদক মুহিবুর রহমান শামীম, শাহপরান থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়ননের প্রচার সম্পাদক বাবুল মিয়া, সহকারী প্রচার সম্পাদক আব্দুর রহমান ও কার্যকরী কমিটির সদস্য উজ্জ্বল মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি