আম্বরখানা কলোনী প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০০:০৬ অপরাহ্ন
আম্বরখানা কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ উৎসব অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে আম্বরখানা কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গনেশ পাল দীপু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো: ফারুকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদ শেখ। উপস্থিত ছিলেন আম্বরখানা কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা দিলরূবা ইয়াছমিন, মাহবুব আরা পল্লবী, সামিয়া খাতুন, ফাহমিদা মুন্তাজ তালুকদার, মাহরীজ হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি