সিকৃবিতে ‘ঝরা পাতার উৎসব’
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৩:২৫ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘ঝরা পাতার উৎসব’ নামে একটি ব্যতিক্রমধর্মী পিঠা মেলার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্ত্বরে এই পিঠা মেলার আয়োজন করে ক্যাম্পাসের ১০টি সংগঠন।
সংগঠনগুলো হচ্ছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটি, পাঠশালা একুশ, মেট্রোনোম মিউজিকাল ক্লাব, লুব্ধক থিয়েটার, প্রাধিকার এবং বাঁধন। বেলা ৩টায় এই উৎবের উদ্বোধন করেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা। এসময় আরো উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ছফি উল্লাহ ভূঞা, ফিশ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের সহযোগী প্রফেসর ড. শামীমা নাসরিন প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানায়, হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে স্টল দিয়েছে সিকৃবির বিভিন্ন সংগঠনগুলো। দেশীয় স্বাদে নানারকম বিলুপ্তপ্রায় পিঠা স্থান পেয়েছে এই উৎসবে। পিঠা বিক্রির পাশাপাশি সাংস্কৃতিক আয়োজনও ছিলো।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, বাংলাদেশের কৃষকদের ঘরে কিন্তু এখন নতুন ধান রয়েছে। এসময় গ্রামে গ্রামে কৃষকের মুখে হাসি ফুটে আছে এবং নতুন ধানের চাল দিয়ে পিঠা পায়েস তৈরি করছে কিষানীরা। আমরা এই পিঠা উৎসবকে একটি প্রতীকি নবান্ন উৎসব মনে করছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক কার্যক্রমে কর্তৃপক্ষ সমসময় সহযোগিতা করে। ক্যাম্পাসের প্রতিটি সংগঠন মিলে এই উৎসবের আয়োজন করেছে। ভালো কাজে সবাই এক হয়েছে। পুরো বিকালটাই যেন উৎসবমুখর ছিলো। বিজ্ঞপ্তি