প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি : সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ৬ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৫৩:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ ও কটুক্তি করায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার (২৯ জানুয়ারী) সিলেটের সাইবার ট্রাইব্যুনালে ৬জনকে আসামী করে মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ও ছাতক উপজেলার রামপুর গ্রামের মোহাম্মদ বদরুল আমিন। সাইবার মামলা নং-৩২/২০২৪ইং।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মনির কামাল মামলাটি আমলে নিয়ে আগামী ১৯ মার্চের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য ছাতক থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় সকল আসামীই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং সকলেই প্রবাসী বলে জানা গেছে।
মামলার আসামীরা হলেন- ১। সিলেটের ওসমানীনগর উপজেলার ছোট ধীরারাই গ্রামের মোঃ ইলিয়াছুর রহমানের পুত্র ও সাবেক সিলেট মহানগর ছাত্রশিবির নেতা জুবায়ের আহমদ (৩৫), ২। গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর (পাতিউরা) গ্রামের আছার উদ্দিনের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা আলিম উদ্দিন (৩৪), ৩। সুনামগঞ্জের ছাতক উপজেলার শেওলাপাড়া গ্রামের নূর মোহাম্মদের পুত্র ও সাবেক উপজেলা ছাত্রশিবির নেতা জাবের হোসাইন (২৩), ৪। একই উপজেলার পশ্চিম রায়গড় গ্রামের মোঃ মানিক মিয়ার পুত্র ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমদ (২৩), ৫। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের মোঃ আব্দুর রউফের পুত্র সাবেক উপজেলা বিএনপি নেতা ঈমান আহমেদ ওয়াফি (২১) ও ৬। ফেনী জেলার শান্তি কোম্পানী রোডের মৃত আবু বকরের পুত্র ও সাবেক ফেনী সরকারী কলেজ ছাত্রশিবির নেতা মোঃ ইমাম হোসেন (৩৫)।
মামলার বাদী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ বদরুল আমিন বলেন, আসামীরা সকলেই বিএনপি ও জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তারা দীর্ঘদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে নানা ধরনের কটুক্তি করে যাচ্ছে। তাই আমি বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্ন হয়েছি।