সিলেটে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৪১২ : কেন্দ্র বাড়লেও কমেছে পরীক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১:১৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া এবারের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছেন ১ লাখ ৯ হাজার ৪১২ জন পরীক্ষার্থী। গেল বছর এ বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৯ হাজার ৫৩২ জন। এবার সিলেট বোর্ডে কমেছে পরীক্ষার্থী কমলেও বেড়েছে কেন্দ্র সংখ্যা। গত বছর ১৪৯টি কেন্দ্র থাকলেও এবার সিলেট বোর্ডে কেন্দ্রের সংখ্যা ১৫২টি।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট বোর্ডে এবারের এসএসসিতে অংশ নেয়া ১ লাখ ৯ হাজার ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৫ হাজার ৬৬ জন এবং ছাত্রী ৬৪ হাজার ৩৪৬ জন। গত বছর এ বোর্ড থেকে ৪৫ হাজার ২৮৩ ছেলে ও ৬৪ হাজার ২৪৯ মেয়ে পরীক্ষায় অংশ নেয়।
এবছর বিজ্ঞান বিভাগ থেকে মোট ২৪ হাজার ২১১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৫১১ জন ও ছাত্রী ১৩ হাজার ৭০০ জন।
মানবিক বিভাগের ৭৭ হাজার ৮১৩ জন এর মধ্যে ছাত্র ৩০ হাজার ৮৩৯ জন ও ছাত্রী ৪৬ হাজার ৯৭৪ জন।
বাণিজ্য শাখার ৭ হাজার ৩৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৭১৬ জন ও ছাত্রী ৩ হাজার ৬৭২।
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৮৮ হাজার ২১৫ জন, অনিয়মিত ২১ হাজার ১৬০ ও মানোন্নয়ন ৩৭ জন রয়েছে। নিয়মিতদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৭৩ জন ও ছাত্রী ৫২ হাজার ৬৪২ জন। অনিয়মিতদের মধ্যে ছাত্র ৯ হাজার ৪৬৬ জন ও ছাত্রী ১১ হাজার ৬৯৪। মানোন্নয়ন ৩৭ জনের মধ্যে ২৭ জন ছাত্র ও ১০ জন ছাত্রী।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবছর কেন্দ্র সংখ্যা বেড়েছে তিনটি। গতবার সিলেট শিক্ষা বোর্ডের ১৪৯টি কেন্দ্র থাকলেও এবার কেন্দ্রের সংখ্যা ১৫২টি। এবার ৯৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।