সিলেটে মেঘলা শীতের দিন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৪:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আড়ালে রোদ। মেঘে ঢাকা আকাশ। সাথে কুয়াশা। মাঝে মাঝে দু-একটি বৃষ্টির ফোটা। সাথে হিমেল হাওয়া। সিলেটে শুক্রবারের দিনটি ছিলো এমনই।আর মেঘলা-শীতল এমন দিনে ছুটির দিনটি আরো যথার্থ হয়ে উঠেছিলো। দিনভর বিপিএলের নগরে মানুষের আনাগোনা দেখা গেছে কম। সড়ক, অলি-গলি ছিলো প্রায় ফাঁকা। যদিও বিপিএলের কারণে লাক্কাতুরায় কিছুটা মানুষের সমাগম দেখা গেছে।আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে ১২ ঘন্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত) সিলেটে ২ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সিলেট নগরে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।
সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করলেও বৃষ্টিতে আবার তাপমাত্রা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি শৈত্যপ্রবাহ হতে পারে।অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। দেশের কোথাও এখন শৈত্যপ্রবাহ নেই।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাব আর পুবালি বাতাসের সংমিশ্রণে সৃষ্টি হওয়া মেঘ থেকে দেশের বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টি হচ্ছে। বজলুর রশিদ আরও বলেন, আজ শনিবার চট্টগ্রামের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এরপর মেঘ কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আবার শীত পড়বে। তখন দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতি কয়েক দিন থাকবে। এরপর তাপমাত্রা আবার বাড়তে পারে।