নতুন প্রজন্মকে জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করে গড়ে তুলতে হবে : সিসিক মেয়র
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৯:৪৫ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণ তরুণীরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই শিক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতায় ভালো অর্জন করবে।তিনি গতকাল শনিবার সকালে নগরীর ২২ নং ওয়ার্ডে শাহজালাল উপশহর একাডেমী, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও উপশহর হাইস্কুলের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, কোনো শিক্ষার্থী যাতে পড়ালেখায় ঝরে না পড়ে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বর্তমান সরকারের ভূয়সী প্রসংশা করে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি স্মার্ট সিলেট গঠনে নগরবাসীসহ সকল মহলের সহযোগিতা চান।
শিক্ষাক্ষেত্রে সিলেটের সাথে অতীতে বৈষম্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী।তিনি বলেন, গত দশ বছরে মন্ত্রী সভায় সিলেটের অনেক গুরুত্বপুর্ণ মন্ত্রী ছিলেন। তবুও সিলেটের শিক্ষা ব্যবস্থা এতো পিছিয়ে থাকবে কেনো? এসব বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। যেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার। সিলেটের মতো একটি ঐতিহ্যবাহী এলাকা, একটি আধ্যাত্বিক নগরী হযরত শাহ জালাল (র.), হযরত শাহ পরাণ (র.) ও শ্রী চৈতন্যের স্মৃতিবিজরিত নগরীর শিক্ষা ব্যবস্থার বেহাল দশা দেখে আমার কষ্ট হয়।
এ সময় স্কুলগুলোর পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়ার কথা মেয়রকে তুলে ধরেন স্কুল কর্তৃপক্ষ। মেয়র তাদের দাবির প্রতি একাত্মতা পোষন করে দাবিগুলোর পুরনের আশ্বাস দেন।এ সময় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, সাবেক কাউন্সিলার মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. ছালেহ আহমদ সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, এহতেশামুল হক চৌধুরী,মো. শফিকুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল, আব্দুল খালিক, মইনুল ইসলাম, বকুল আহমদ, এমএ মালেক খান, এড. আব্দুর রকিব, আসাদুর রেজা, হাজি এনাম, আব্দুর নুর হিরা, আব্দুল মতিন, মহসিন মজনু, প্রফেসর মতি লাল, আব্দুস শুকুর বকুল, কাজি মুজিবুর রহমান, লুৎফুর রহমান, কামাল আহমদ, আবুল কামালসহ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি