ইসলামী শ্রমনীতি না থাকায় অর্থনীতির মুল চালিকাশক্তি হয়েও শ্রমিকরা অবহেলিত : ফখরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৯:৩০ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কারনে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু শ্রমিকরা বরাবরই অবহেলিত জনগোষ্ঠী হিসেবে পেছনে পড়ে রয়েছে। অথচ শ্রমিকদের কর্মকে মূল্যায়ণ করে তাদের ন্যায্য অধিকার আদায়ে রাষ্ট্র থেকে শুরু করে সকলের স্বোচ্চার হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশে এর বিপরীত দৃশ্য দেখা যাচ্ছে। তাই ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে শ্রমিকদেরকে নৈতিকতার শক্তিতে বলিয়ান হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই।
তিনি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত ইউনিট দায়িত্বশীল (সভাপতি-সেক্রেটারী) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর উপদেষ্টা, সাবেক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী। সম্মেলনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা আলী হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম আরো বলেন, আমরা ইসলামী আন্দোলনের কর্মী। মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য। তাই দেশের রাজনীতিকে কখন কি পরিস্থিতি হবে সেটা নিয়ে চিন্তার কিছু নেই। যে কোন পরিস্থিতিতে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ চালিয়ে যেতে হবে। প্রথমে নিজেদেরকে খাটি মুমিনে পরিনত করতে হবে। এরপর সমাজের সকল স্তরের নেতৃত্ব সৃষ্টি করতে হবে। খোদাভীরু সাহসী শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল স্তরের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে কাজ চালিয়ে যেতে হবে।
ইউনিট দায়িত্বশীল সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর সহ সাধারণ সম্পাদক কফিলউদ্দিন আলমগীর, মহানগর সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাজ্জাদুর রহমান, প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, কোতোয়ালী থানা পূর্বের সভাপতি মোঃ আব্দুস সাত্তার মুন্না, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কোতোয়ালি থানা পশ্চিম সভাপতি গোলামুর রহমান গোলাব, সহ সভাপতি জাবেদুর রহমান জাবেদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, শাহপরান পূর্ব থানা সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আকবর আলী, শাহপরান পশ্চিম থানা সাধারণ সম্পাদক এবাদুর রহমান, সহ সভাপতি ইকবাল আহমদ, জালালাবাদ থানা সভাপতি নাজমুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সহ সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক সুমন আহমদ, আবু হানিফ নোমান, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা সহ সভাপতি বেলাল আহমদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও শ্রমিক নেতা আলী হোসেন প্রমুখ।
সম্মেলনে ফেডারেশনের সিলেট মহানগর আবাসিক থানা সমুহের ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি