সিলেট সেন্ট্রাল ফার্মেসি পরিবারের কৃতজ্ঞতা
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৭:২১ অপরাহ্ন
সিলেটের চৌহাট্টাস্থ সেন্ট্রাল ফার্মেসি লিমিটেড পরিবারের অন্যতম সদস্য দেবাশীষ দে বাসু ও ভাস্বতী দে বহ্নির কনিষ্ঠা কন্যা দেবার্পিতা দে ব্রতী গত ২৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। শুক্রবার (০১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে সিলেটের বিভিন্নস্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রবাসে বসবাসকারী শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন শোকার্ত পরিবারকে সহমর্মিতা ও শোক জানিয়েছেন। এজন্য সেন্ট্রাল ফার্মেসি লিমিটেড পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অধ্যাপক বিজিত কুমার দে।
এক বার্তায় অধ্যাপক বিজিত কুমার দে বলেন, আমাদের পরিবারের এই কঠিন সময়ে আপনারা যারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে সমব্যথী হয়ে আমাদের পরিবারের পাশে এসে দাড়িয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়া তীব্র শীত উপেক্ষা করেও যারা দেবার্পিতা দে ব্রতীর শেষকৃত্যে অংশ নিয়েছেন তাদের প্রতিও আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তি