বাহরাইনে ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশন অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩২:০৫ অপরাহ্ন
বাহরাইন প্রতিনিধি: বাহরাইনে ডিজিটাল কোঅপারেশন অর্গানাইজেশন (উঈঙ) এর তৃতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে গত বুধবার দেশটির রাজধানী মানামায় বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ বিন থামের আল কাবির সভাপতিত্বে অধিবেশনে নতুন সদস্য হিসেবে বাংলাদেশ, কাতার ও গ্রীস সহ মোট ১৬ টি দেশ অংশগ্রহণ করে।বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড. মুহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল অধিবেশনে অংশগ্রহণ করেন।এছাড়া উক্ত সাধারন অধিবেশনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাংলাদেশের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন।
ড.নজরুল ইসলাম অধিবেশনে দেয়া বক্তব্যে বলেন এ সাধারণ অধিবেশনে বাংলাদেশকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করায় উঈঙ কে ধন্যবাদ জানান এবং তাদের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উঈঙ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।এছাড়া তিনি এ সভায় ডিজিটাল অর্থনীতি ও সাইবার-সিকিউরিটির উপর দুটি পৃথক বক্তব্য প্রধান করেন।
উল্লেখ্য উক্ত সাধারণ অধিবেশনে সাইডলাইনে অতিরিক্ত পররাষ্ট্র সচিব ড.নজরুল ইসলাম ও চার্জ দ্য অ্যাফেয়ার্স এ কে এম মহিউদ্দিন কায়েস বাহরাইনের ডেপুটি প্রাইম মিনিস্টার উঈঙ সেক্রেটারি জেনারেল ও ওরাকল এর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেন।