সুনামগঞ্জে সবজির দাম চড়া
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৩:৪১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে ভরা মৌসুমেও বাড়ছে সবজির দাম। এছাড়া চাল, ডাল, তেল, সিলিন্ডার গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে হাওরপাড়ের ভোক্তাদের জীবন ওষ্ঠাগত। এ কারনে সাধারণ মানুষ কষ্টে দিনাতিপাত করছেন এবং দেয়ালে পিট ঠেকে গেছে তাদের। কালিবাড়ি মোড়ে সবজি বাজারে কথা হয় রিক্সাচালক আমির আলীর সাথে, তিনি জানালেন, মাসখানেক হয় মাছ খাইনা। সবজির দামও চড়া। ছেলে মেয়েদের ভালো খাওয়াতে পারছিনা। আয়ের টাকা দিয়ে সংসার চলেনা। রাসেল নামে আরেক ক্রেতা বলেন, সবকিছুরই দাম বাড়তি।শীতের মৌসুমে সস্তায় যে সবজি কিনবো সেই উপায় নেই। জেলরোডে গিয়ে দেখা যায়, টমেটো বিক্রি হচ্ছে ৬০ টাকা, শিম ৭০ টাকা, ফুলকপি ৫০ টাকা, শষা ৭০ টাকা, শাক১০ টাকা আঁটি। পিঁয়াজ ১০০ টাকা,আলু ৫০ টাকা,ডিমের হালি ৭৫ টাকা। সবজির উৎপাদন বেশি হলেও দাম চড়া কেন জানতে চাই এক বিক্রেতা জানান, আমাদের সুনামগঞ্জের সবজি সীমান্তপথে অবৈধভাবে ভারতে চলে যায় তাই সবজির দাম চড়া। আবার কেউ কেউ বলছেন সবজির উৎপাদন কম হওয়ায় দাম বেশি। সব মিলিয়ে দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। ডিম পাইকারি এক বিক্রেতা জানান, খামারীরা আগের মত হাঁস, মোরগ পালন করেননা। কারন খাদ্যের দাম বেশি তাই লাভ হবেনা মনে করে হাঁস, মোরগ পালন করছেননা। তাই বেশি দামে ডিম কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।। শিরু মিয়া জানান, শীত মৌসুমে মানুষের সবজির চাহিদা বেশি। যোগাযোগ ব্যবস্হা ভাল থাকা ঢাকায় চলে যায় সবজি। অন্যদিকে সীমান্তপথে ভারতে চলে যায়। এ ব্যবসায় বড় ধরনের সিন্ডিকেট জড়িত। সরকারকে আশু পদক্ষেপ নেয়ার আহবান জানান তিনি।