হলিচাইল্ড কিন্ডাগার্টেন স্কুলের ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৫৬:০০ অপরাহ্ন
নগরীর দক্ষিণ সুরমা শিববাড়িস্থ হলিচাইল্ড কিন্ডাগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কাওছার আহমদের সভাপতিত্বে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রতাপ চৌধুরী।সহকারী শিক্ষকা রাবেয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর রকিব খান ও প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল বরণ আচার্য্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- স্কুলের সিনিয়র শিক্ষক শামিম আহমদ, অভিভাবক সাদিকুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন ও সোহেল আহমদ প্রমূখ।বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শতাধিক শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি