জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২৯:৪৮ অপরাহ্ন
জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে ৩ ফেব্রুয়ারী শনিবার জালালপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এলাকার সহস্রাধিক দরিদ্র লোকজন দিনব্যাপী চিকিৎসা সেবা গ্রহণ করেন। এতে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদানের পাশাপাশি ছানি অপারেশনের ব্যবস্থাও করা হয়। এছাড়া বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন এবং দরিদ্র রোগীদের ফ্রি ওষুধ প্রদান করা হয়।
রিমোট মেডিকেল রিলিফের তত্ত্বাবধানে এতে সিলেটের ইনক্লুসিভ আই হসপিটাল চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান করে। তারা ছানী অপারেশনের জন্য বাছাইকৃতদের হাসপাতালে নিয়ে যান। এসময় রোগীদের মধ্যে ফ্রি চশমাও প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি কামাল আহমদ, রিমোট মেডিকেল রিলিফের পরিচালক ডাঃ নজরুল ইসলাম সালেহ, ডা. কাওছার আহমদ, ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও সিলেট মিলেনিয়াম মার্কেটের স্বত্বাধিকারী হোসেন আহমদ, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের সভাপতি শাহজাহান শিকদার, জালালপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেলি কর, বুরুংগা ইকবাল আহমদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল হক, ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আল ইসলাম রাজন, সহ কোষাধ্যক্ষ ফয়জুল ইসলাম সায়েম, সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাদিক আহমদ, সহ-প্রচার সম্পাদক আবদুল কাইয়ুম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, এম এ শহীদ পংকি, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, সমাজসেবী বদরুল ইসলাম জয়দু, মো, তফজ্জুল হোসেন, আমেরিকা প্রবাসী লিলু মিয়া, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য শহিদুর রহমান শাহিন, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, ক্রীড়া সাংবাদিক বদরুদ্দোজা বদর, সিলেট প্রেসক্লাবের সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, জালালপুর জনকল্যাণ সমিতির সভাপতি সামছুর রহমান সুজা প্রমুখ। বিজ্ঞপ্তি