সুনামগঞ্জে সুবিধা বঞ্চিতদের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:১৬:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের জলিলপুর গ্রামে সাড়ে ৬শত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে ইউনিভার্সেল গ্রুপের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় সঙ্গে ছিলেন ইউনিভার্সেল গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এ.এইচ.এম জুয়েল মাহমুদ। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, ইউনিভার্সেল গ্রুপের এই মহতী উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছে। ইউনিভার্সেলের মতো সমাজের বিত্তবানরাও নিজ নিজ অবস্থান থেকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, লিটন সরকার, শাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী, মোকশেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য কাঞ্চু প্রমুখ।