দক্ষিণ সুরমায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৮:৫২ অপরাহ্ন
সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি বলেছেন, অসহায় মানুষের জন্য সব সময় কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসুস্থ মানুষ যারা টাকার অভাবে চিকিৎসা করতে পারছেনা তাদের জন্য উনার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে টাকা দিচ্ছেন, যা অতীত কোন সরকার করেনি।
তিনি শনিবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে অসুস্থ ও হতদরিদ্রের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কথাগুলো বলেন। দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মতিউর রহমান মতি। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিক আহমদ মেম্বার, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি