বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৩১:৪১ অপরাহ্ন
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার প্রথম ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সিলেট জেলা পরিষদে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক রকি দেব এর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সিলেট প্রেসবিটারিয়ান চার্চের চেয়ারম্যান ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিপন বাড়াইক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি শরজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক শ্রী চন্দন দাস।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হিমেল তালুকদার রাবেল ও সদস্য সচিব শ্রীজিব দাসের যৌথ পরিচালনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য, পূজা, ছাত্র ও যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, জি. ডি. রুমু, এড. দেবব্রত চৌধুরী লিটন, রাজ কুমার পাল রাজু, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি সঞ্জয় ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক সজীব সরকার, সিলেট মহানগর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব প্রভাষক অপুর্ব কুমার দাস, সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব সুবিনয় চন্দ্র মল্লিক, সিলেট জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক জোনাক চৌধুরী, সদস্য সচিব মিথিল পাল প্রান্ত, এড. অরবিন্দু দাস গুপ্ত বিভু, উত্তম ঘোষ, অপরেশ দাস অপু, হারাধন দেব প্রভাষ, অর্জুন রায় অজয়,অর্পন দাস,লিটন দেব,ভৈরব দেবনাথ প্রমুখ। বিজ্ঞপ্তি