মৌলভীবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:১৭:২৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের বেইজবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জনী হায়দার (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৩টায় শহরের আদালত সড়কে ঘটনাটি ঘটে। জনী সদর উপজেলার সোনাপুর (বড়বাড়ি) গ্রামের মৃত ইউছুফ আলী’র পুত্র।
পুলিশ জানায়, বিকেলে বেপরোয়া গতিতে একটি ট্রাক শহরের চৌমুহনা হয়ে বেইজবাড়ি আসার সময় বিপরীত দিকে মোটরসাইকেলে আসেন জনি। এতে মুখোমুখি সংঘর্ষ হলে তার মাথায় মারাত্মক জখম হয়ে প্রচুর রক্ষক্ষরণে ঘটনাস্থলেই মারা যান জনি। তাৎক্ষনিক ট্রাক চালক গাড়ি থেকে নেমে উধাও হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে ঘাতক ট্রাক, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল ও নিহত জনীকে তাদের জিম্মায় নিয়ে যায়। এসময় মোটরসাইকেলে নিহত জনী’র সাথে আরো একজন যাত্রী ছিল বলে জানা গেছে। তবে তার কতটুকু আঘাত লেগেছে, কোথায় আছে ও তার পরিচয় এখনো পাওয়া যায়নি।মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবুল কালাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘাতক ট্রাক, মোটরসাইকেল পুলিশের জিম্মায় রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।