রাষ্ট্রপতির সাজেক সফরে বন্ধ থাকছে না রিসোর্ট-কটেজ
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৩:৪৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০-১২ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের অবকাশযাপনে ‘মেঘের রাজ্য’ রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক যাচ্ছেন। তবে এই সময় সাধারণ পর্যটকদের জন্য খোলা থাকবে সব রিসোর্ট-কটেজ-রেস্টুরেন্ট। রোববার এমন তথ্য জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘রাষ্ট্রপতির সফর উপলক্ষে সাজেকে কটেজ, রেস্টুরেন্ট কোনোটাই বন্ধ থাকবে না। রাষ্ট্রপতি তার সফরের কারণে যাতে পর্যটকদের অসুবিধা না হয় সেই ব্যাপারে সজাগ থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি অন্যান্য পর্যটকদের সঙ্গেই সাজেকের সৌন্দর্য উপভোগ করবেন।’ এরআগে শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সফরকালীন সময় রিসোর্ট-কটেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।