মঙ্গলবার যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪২:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জরুরী মেরামত, সংরক্ষণ ও রাস্তা প্রশস্থের জন্য বৈদ্যুতিক পোল স্থানান্তরের জন্য সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানিয়েছেন- মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মহানগরের শাহজালাল উপশহর, শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, হাতিমবাগ, ধোপাদিঘীরপাড়, নাইওরপুল, সোবহানীঘাট, বিশ্বরোড, যতরপুর, ঝেরঝেরিপাড়া, মিরাবাজার, চালীবন্দর, কাষ্টঘর, কালীঘাট, মহাজনপট্টি, মাছিমপুর, ছড়ারপার, সোনারপাড়া, মজুমদারপাড়া, খারপাড়া, রায়নগর, মীরাপাড়া, শাপলাবাগ, মুক্তিরচক, কল্যানপুর, টুলটিকর, মিরেরচক, মুরাদপুর, মেন্দিবাগ, কুশিঘাট ও সাদাটিকর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।