জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিঠা উৎসব
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩০:১৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়ায় জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।পিঠা উৎসবের পূর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ নাঈম আহমদের সভাপতিত্বে ও শিক্ষিকা অনিতা বনিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলি বেগম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহসভাপতি এম হাজির আলী, শিক্ষিকা আনোয়ারা বেগম, শামসুন নাহার, দিলরুবা আক্তার, পারভিন আক্তার খানম, মনিকা ধর, সালেহা আক্তার, স্নিগ্ধা ভট্টাচার্য ও মাওলানা জিহাদী প্রমুখ।