মৌলভীবাজারে কিশোরকন্ঠের মেধাবৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৪:৫০ অপরাহ্ন
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৩ এর পুরস্কার বিতরণ করা হয়েছে। ৩রা ফেব্রুয়ারী মৌলভীবাজার জেলার কুলাউড়ার একটি কমিউনিটি সেন্টারে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার চেয়ারম্যান হা. আলম হোসাইনের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালটেন্ট ড. আহসান হাবীব ইমরুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক ও সাবেক সেক্রেটারি সাউথ এশিয়া ইউথ এসোসিয়েশন মু. সিবগাতুল্লাহ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা.সাইদ এনাম ওয়ালিদ।
এছাড়াও মৌলভীবাজার শহর শাখার চেয়ারম্যান জিল্লুর রহমান, সাবেক মৌলভীবাজার জেলার চেয়ারম্যান আব্দুস সামাদ, জেলা উপদেষ্টা হা. দেলোয়ার হোসেন, ফরিদ উদ্দিন, মহসিন আহমদ, তোফাজ্জল হোসেন ও থানা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০০ জনকে বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি