জাতীয় গ্রন্থাগার দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৪:৪২ অপরাহ্ন
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন বলেছেন, বই ছাড়া জীবন অচল। আমরা চতুর্থ শিল্প বিপ্লব বা আগামীর স্মার্ট বাংলাদেশ গড়া অথবা প্রতিনিয়ত জ্ঞান বিজ্ঞানের যে কথা বলছি, এই অগ্রযাত্রায় বিভিন্ন ধরনের যে চর্চা হয় তার একটি লিখিত রূপ হলো বই। আর সে ক্ষেত্রে অতিত বর্তমান ভবিষ্যৎ এর গবেষণামুলক জ্ঞান অর্জনে বই পড়া ছাড়া কোন বিকল্প নেই।সোমবার সকাল ১১ টায় ‘গ্রন্থাগারে বই পড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যে সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগার এর আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট বিভাগীয় সরকারি গ্রন্থাগার এর উপ-পরিচালক প্রিন্সিপাল লাইব্রেরিয়ান দিলীপ কুমার সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সাংবাদিক হাসিনা বেগম।
নাফিসা তাঞ্জিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের লাইব্রেরি সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহেরসহ বিভিন্নস্তরের শিক্ষক, সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং পাঠকগণ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাজহারুল ইসলাম, গীতা পাঠ করেন প্রত্যাশা দেব নাথ।অনুষ্ঠান শেষে দিবস উপলক্ষে প্রতিযোগিতা বইপাঠ, চিত্রাংকন, রচনা ও উপস্থিত বকতৃতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি