জালালাবাদ টিটি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৯:৪৩ অপরাহ্ন
নগরীর শাহজালাল উপশহরস্থ জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ।
এ সময় তিনি বলেন, বৃক্ষ মানবজীবনের ছায়া মাত্র। মানবজীবনের প্রতি অধ্যায় ও দৈনন্দিন জীবনে বৃক্ষ মানুষের বর্ণণাতীত উপকার সাধন করে চলেছে। অথচ আমরা মানবজাতির কিছু সংখ্যক বৃক্ষঘাতক বৃক্ষ নিধনে লিপ্ত রয়েছে। এতে করে সমগ্র মানবজাতিকে তারা ক্ষতির সম্মুখে ফেলে দিচ্ছে।
এ সময় প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সায়েম আহমদ চৌধুরী, মো. আব্দুস শাকুর, সোলায়মান চৌধুরী ও মো. আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জুবেদ আলী, নূরে আলম, কাওসার আলী প্রমুখ। বিজ্ঞপ্তি