প্রধানমন্ত্রীর নির্দেশে শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি- পলিন
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫২:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন এর ভাদেরটেক গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ভাদেরটেক স্কুল মাঠে পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
শীতবস্ত্র বিতরণ শেষে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, প্রচণ্ড শীতে যাতে মানুষ কষ্ট না পায়, সে জন্য শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শীতবস্ত্র বিতরণ করেছি। শীতবস্ত্র পেয়ে কিছুটা হলেও তারা উপকৃত হবেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, উপ-প্রচার ও প্রকাশনা স¤পাদক শুভ বণিক, সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শামীম আহমেদ, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক স¤পাদক দীপ্ত দাস তন্ময় সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী।