বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালে ক্যান্সার দিবস পালন
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৫:৩৩ অপরাহ্ন
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল বিশ্ব ক্যান্সার দিবসে রোববার সচেতনতামূলক এক আলোচনা সভার আয়োজন করা হয়।হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন’র সভাপতিত্বে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিয়ানীবাজার উপজেলার পল্লী চিকিৎসকদের পাশাপাশি শিক্ষার্থী ও নানা শ্রেণীর-পেশা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সভায় প্রধান আলোচক বিবিসিজিএইচ-এর ইনচার্জ ডাঃ কাওসার রহমান তাঁর আলোচনায় ক্যান্সার প্রতিরোধে সবাইকে ক্যান্সার সচেতনতার পাশাপাশি ক্যান্সারের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন।
বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, অত্র হাসপাতাল কর্তৃক ক্যান্সার সচেতনতা ও প্রাথমিক স্ক্রীনিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে হাসপাতাল অভ্যন্তরে এবং মাঠ পর্যায়ে মোবাইল ক্লিনিকের সাহায্যে ক্যান্সার সচেতনতা ও শনাক্তকরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশের উপজেলা পর্যায়ে প্রথমবার অত্র হাসপাতাল এন্ডোস্কপি, কোলনস্কপি ও পলিপেক্টমি সেবার পাশাপাশি এন্ডো-লেপারোস্কপিক সার্জারি সেবা শুরু করেছে যা ক্যান্সার শনাক্তকরণ ও চিকিৎসায় অবদান রাখছে। বিজ্ঞপ্তি