আনোয়ার ফাউন্ডেশন ইউকের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০৬:৩৭ অপরাহ্ন
আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকালে সিলেট ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার, ওমরপুর ইউনিয়নের পূর্ব বাড়ি কটালপুর গ্রামে অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম সেবা) বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাদের পাশে দাঁড়ানো সচেতন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও কয়েছ ফাউন্ডেশন ইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েছ আহমদ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল করিম, রিপন মিয়া, আব্দুল মখবুব, আব্দুল মহিত, আব্দুল কালাম, মধুমিয়া, নজরুল, নজরুল হাসান, ছাবির আহমদ, সাইদুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি