আমি মন্ত্রী না হলেও উন্নয়ন হবে : এমএ মান্নান এমপি
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪৪:৩৩ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দুনিয়ার মানুষ এগিয়ে যাচ্ছে। আমাদেরকেও এগিয়ে যেতে হবে। তাই এগিয়ে যাওয়ার চাবি হচ্ছে শিক্ষা। সরকার শিক্ষাক্ষেত্রে বিপ্লব ঘটাতে চায়। তবে সরকারের একার পক্ষে তা সম্ভব নয়। তাই সবাই মিলে শিক্ষার উন্নয়ন নিশ্চিত করতে হবে। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীরা বিদেশে থেকেও দেশের কল্যাণে কাজ করছেন। এরই অংশ হিসেবে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা ট্রাস্ট শিক্ষা বিস্তারে অবদান রাখছে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, চিন্তার কোন কারণ নেই, আমি মন্ত্রী না হলেও উন্নয়ন হবে। আমার বাকি জীবন মানুষের সেবা করতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২১ তম মেধাবৃত্তি বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান আবদাল মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ মাহবুবুর রহমান কোরেশী শিপন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, ট্রাস্টি এমএ কাদির, আবদুস শহিদ, আবদুল মছব্বির দুলু, সিতাব খান, সালমান খালেদ চৌধুরী, শিক্ষক নজির উদ্দিন, নীলা খানম প্রমূখ। এতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও ইউনিভার্সিটির ৫৩২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রায় ২৫ লাখ টাকা মেধাবৃত্তি বিতরণ করা হয়।