সুবর্ণচরে গৃহবধূ ধর্ষণ, ১০ জনের মৃত্যুদন্ড
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ৯:২৭:৪০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে একজন গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ১০ অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অন্য ছয়জনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়েছে।নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ বিচারক ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।রায়ে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মুর্তজা আলী পাটোয়ারি বিবিসি বাংলাকে জানান, রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, “এ ধরনের অপরাধ সমাজের বিরুদ্ধে, নৈতিকতার বিরুদ্ধে। এ ঘটনায় শুধু ভিকটিম ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়, বরং পুরো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কঠোর শাস্তি না দিলে অপরাধ কমবে না। তাই এ রায় দেয়া হলো” ।এ রায়ের মাধ্যমে এ ধরনের অপরাধ কমবে বলে আশা প্রকাশ করেছে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ ।
রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। তবে, আসামিপক্ষের আইনজীবী হারুন হাওলাদার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা।রায় ঘোষণার দিনে আদালত প্রাঙ্গণে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।