কানাইঘাটে ইমেজ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৬:৩০ অপরাহ্ন
ইমেজ ফাউন্ডেশনের উদ্যোগে পৃথক আয়োজনে কানাইঘাট পৌরসভাসহ ৯ ইউনিয়নের ২ হাজার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সম্প্রতি পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া এসব শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা নাসরীন, শাবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ সাব্বীর আহমদ, গাছবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাহির উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মতিন, কানাইঘাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাবিব আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার এখলাছে এলাহী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, চরিপাড়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মুজম্মিল আলী, দৈনিক মানবজমিনের কুটনৈতিক সংবাদদাতা মিজানুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন আহমদ চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শমসের আলম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজির উদ্দিন, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, রুপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফখরুল ইসলাম, এডভোকেট ওলিউর রহমান, সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু, দারুল হাদীস রাজাগঞ্জ ইউনিয়নের শায়খুল হাদীস ও শিক্ষাসচিব মাওলানা আহমদ আলী, ইমেজ ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদাউস, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, মুজিবুর রহমান, নোভেল আহমেদসহ অন্যরা। বিজ্ঞপ্তি