গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যানের পিতার দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫৩:৩৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর পিতা আব্দুল হান্নান চৌধুরীর (টুনু মিয়া) জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ১১ টায় উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আব্দুল হান্নান চৌধুরীর (টুনু মিয়া) সোমবার সন্ধ্যা সাতটায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি দীর্ঘ ৬০ বছর নওয়াগাঁও মাঝপাড়া জামে মসজিদের মতোয়াল্লীর দায়িত্বে ছিলেন। মরহুমের জানাযায় সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিএনপির জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম, জেলা উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার সর্বস্তরের মুসল্লি উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।