কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় কুলাউড়ার ভাই বোনের কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০১:৫৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ পাঠক কর্তৃক আয়োজিত মৌলভবাজার জেলা কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষার ফলাফলে সম্মিলিত মেধা তালিকায় প্রায় ৫৭০০ মেধাবীদের মধ্যে ১০ম শ্রেণির ছাত্রী আনিকা তাবাসসুম মাহি ১ম ও তার ছোট ভাই ৪র্থ শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল আরিফ সিয়াম ২য় স্থান অর্জন করেছে।
গত নভেম্বর মাসে কিশোর কন্ঠ পাঠক ফোরামের উদ্যোগে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় একসাথে ৩য় শ্রেণি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার কুলাউড়ার এম এন এইচ কমিউনিটি সেন্টারে বৃত্তিপ্রাপ্ত ২০০ জন ছাত্র ছাত্রীদের মাঝে পুরষ্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
বৃত্তিপ্রাপ্ত সবার মাঝে সম্মিলিত মেধা তালিকায় বিএএফ শাহীন কলেজের ছাত্রী আনিকা তাবাসসুম মাহি ১ম ও তার ছোট ভাই বিএইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আব্দুল্লাহ আল আরিফ সিয়াম ২য় স্থান লাভ করেন। ১ম ও ২য় স্থান লাভ করায় ১ম জনকে একটি ল্যাপটপ, ক্রেস্ট ও সার্টিফিকেট এবং ২য় জনকে নগদ ৭ হাজার টাকা, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পুরষ্কার প্রদান করেন শিক্ষাবিদ ড: আহসান হাবিব ইমরোজ, কিশোর কন্ঠের নির্বাহী সম্পাদক মুহাম্মদ ছিবগাতুল্লাহ ও সিলেট এম এ জি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সাইদ এনাম অলিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ।উল্লেখ্য যে আনিকা তাবাসসুম মাহি ও আব্দুল্লাহ আল আরিফ সিয়াম কুলাউড়া ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো: আনিছুর রহমান ও এম এ গনি আদর্শ কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক সাবিনা ইয়াসমিনের সন্তান।