সৌদিতে প্রবাসীদের রেমিট্যান্সে টান
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৭:৫১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: টানা দ্বিতীয় বছরের মতো রেমিট্যান্স প্রবাহ কমেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কর্মরত বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের। গত বছর দেশটি থেকে প্রবাসীরা ১২৪ দশমিক ৯ বিলিয়ন সৌদি রিয়াল নিজ নিজ দেশে পাঠিয়েছেন। সৌদি থেকে প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন বলে দেশটির সরকারি এক পরিসংখ্যানে জানানো হয়েছে।
সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আল-এক্তিসাদিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে প্রবাসীদের রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৪৩ দশমিক ২ বিলিয়ন রিয়াল; যা আগের বছরের ১৫৩ দশমিক ৫ বিলিয়ন সৌদি রিয়ালের তুলনায় কম। আর গত বছর প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২০১১ সালের পর সর্বনিম্ন নেমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বিদেশি কর্মীদের সংখ্যা ১৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বেসরকারি বিভিন্ন খাতে, বিশেষ করে গৃহকর্মীদের সংখ্যা তুলনামূলক বেশি বেড়েছে। ফলে দেশটিতে কর্মরত বিদেশি গৃহকর্মীর সংখ্যা ৮৭ লাখে পৌঁছেছে; যা এই খাতে সর্বকালের সর্বোচ্চ।
সৌদি আরবে জীবনযাত্রার মানের উন্নয়ন, বিনোদনমূলক অনুষ্ঠান এবং দর্শনীয় স্থান বৃদ্ধিকে প্রবাসীদের রেমিট্যান্স কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এ ছাড়া দেশটিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় প্রবাসীদের রেমিট্যান্সে টান পড়েছে। পাশাপাশি প্রবাসী ও তাদের ওপর নির্ভরশীলদের জীবনযাত্রার উচ্চ ব্যয়ও এতে ভূমিকা রাখছে।
এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশালসংখ্যক প্রবাসী সৌদি আরবে কর্মরত আছেন। সম্প্রতি সৌদি আরবের সরকার ‘সৌদিকরণ’ নামে পরিচিত এক কর্মসংস্থান নীতির অংশ হিসেবে নাগরিকদের কর্মসংস্থানের জোরদার প্রচেষ্টা শুরু করেছে।গত বছরের মে মাসে সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স এক আদমশুমারির বরাত দিয়ে জানায়, দেশটির মোট জনসংখ্যা ৩ কোটি ২২ লাখে পৌঁছেছে। তার মধ্যে কেবল বিদেশিই আছেন প্রায় ১ কোটি ৩৪ লাখ বা ৪১ দশমিক ৫ শতাংশ।
আদমশুমারির পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে বসবাসরত মোট বিদেশিদের ৪২ শতাংশের বেশিই এশিয়ার মাত্র তিনটি দেশের নাগরিক। দেশটিতে সবচেয়ে বেশি কর্মরত আছেন বাংলাদেশি নাগরিকরা। বর্তমানে সৌদি আরবে ২১ লাখ বাংলাদেশি প্রবাসী আছেন; যা দেশটির মোট প্রবাসীর প্রায় ১৫ দশমিক ৮ শতাংশ। আর এই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারত এবং পাকিস্তা। সৌদিতে ১৮ লাখ ৮০ হাজার ভারতীয় এবং পাকিস্তানের ১৮ লাখ ১০ হাজার নাগরিক কর্মরত আছেন।
সৌদিতে কর্মরত প্রবাসীদের তালিকায় চতুর্থ স্থানে থাকা ইয়েমেনের ১৮ লাখ, মিসরের ১৪ লাখ (পঞ্চম), সুুদানের (৬ষ্ঠ) ৮ লাখ ১৯ হাজার, ফিলিপাইনের (৭ম) ৭ লাখ ২৫ হাজার এবং সিরিয়ার (৮ম) ৪ লাখ ৪৯ হাজার নাগরিক আছেন।