পুকুরে মিলল দিনমজুরের লাশ, শরীরে নির্যাতনের চিহ্ন
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:২৩:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সকালের চা-নাশতার জন্য বিস্কুট কিনতে রাতে বাড়ি থেকে বের হন দিনমজুর নাজিম উদ্দিন (৩২)। এরপর তার আর বাড়ি ফেরা হয়নি। পরদিন সকালে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঁঠালবাড়িকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজিম ওই গ্রামের শাহিদুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নাজিম উদ্দিন বিস্কুট কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর ওই রাতে আর বাড়ি ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে মঙ্গলবার সকালে গ্রামের একটি পুকুরে নাজিম উদ্দিনের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহতের শরীরের দুই হাতসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। দুই হাতের দুটি আঙুলের নখ উঠানো। এছাড়া ঘটনাস্থলের আশপাশে বিস্কুট ছড়ানো ছিটানো অবস্থায় দেখা গেছে। একটি হাতে শক্ত কিংবা ধারালো কিছু দিয়ে আঘাত করার জখম রয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।