কোম্পানীগঞ্জে এলজিইডির রাস্তা নির্মাণ ব্যাহত করছে পাথর বোঝাই ট্রলি
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৪:৫২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-ছনবাড়ী রাস্তা নির্মাণ করছে এলজিইডি। ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) এর অর্থায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে প্রথম দফায় ২ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ চলমান। কিন্তু অবাধে পাথর বোঝাই ট্রলি চলাচলের কারণে নির্মাণ কাজের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। পুলিশের ২৪ ঘন্টা টহল থাকলেও তাদের সামন দিয়ে চলাচল করে এ-সব পাথর বোঝাই ট্রলি। এলজিইডির পক্ষ থেকে উপজেলা সমন্বয় সভায় বিষয়টি জানালেও এর কোন সুরাহা হচ্ছে না।
কোম্পানীগঞ্জ উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম মঙ্গলবার সকালে বাবুল নগরে রাস্তা নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, পাথর বোঝাই ট্রলি চলাচলের কারণে রাস্তার সাববেইজ দুর্বল হয়ে যাচ্ছে। যার কারণে আরসিসি ঢালাই দেওয়ার আগে ডাবল রোলার করতে হয়। রাস্তায় পুলিশের স্থায়ী টহল থাকলেও তাদের সামন দিয়ে পাথর বোঝাই ট্রলি চলাচল করে। এত স্পিডে ট্রলিগুলো চলাচল করে যার কারণে রাস্তায় দাঁড়িয়ে কোন কাজ করা সম্ভব হয় না। গত কয়দিন আগে রাস্তা কাজ করার সময় আমার উপর দিয়ে তুলে ফেলছিল একটি পাথর বোঝাই ট্রলি। তখন কোনমতে নিজেকে সেইভ করেছিলাম। এত রিক্স নিয়ে ত কাজ করা যায় না।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি জানান, নভাগী রাস্তায় ট্রলি চলাচলে রাস্তার উপরের সার্ভিস নষ্ট করে ফেলছে এবং ভোলাগঞ্জ-ছনবাড়ী নির্মানাধীন রাস্তায় ট্রলি চলাচলের কারণে রাস্তার বেজমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করেছি তারপরেও বন্ধ হচ্ছে না ট্রলি চলাচল। পুলিশের সামনে দিয়ে ট্রলি চলে এখন তারা ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কি করতে পারি।
কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, পুলিশের নিয়মিত টহল রয়েছে এই এলাকায়। ট্রলি চলাচল বন্ধ করতে পুলিশ নিয়মিত অভিযান দিচ্ছে। অভিযানে কয়েকটি ট্রলি আটক করা হয়েছে। তবে উপজেলা এলজিইডি কর্মকর্তা এ বিষয়ে আমাকে কিছুই জানাননি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ জানান, পাথর পরিবহনের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। এসিল্যান্ডের অভিযানে পাথর জব্দ করে মামলাও দেওয়া হয়েছে। পাথর উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।