পরিবহন শ্রমিক ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৬:৪৫ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমজীবী মানুষরা আজ দিশেহারা। মূল্যস্ফীতির কারণে আজ বাজারে প্রতিটি জিনিসের দাম কয়েকগুণ বেড়েছে। শ্রমজীবী মানুষরা অনাহারে-অর্ধহারে জীবন অতিবাহিত করছে। নিজ নিজ সামর্থ্যের আলোকে শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার বিকাল ৪ টায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রেজি নং-২২২৪ সিলেট জেলা শাখার উদ্যোগে পরিবহনের বিভিন্ন সেক্টরে নির্বাচিত শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
জেলা সভাপতি রেহান উদ্দিন রায়হান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলহাস হোসাইন বাদলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট দক্ষিণ জেলা সভাপতি ফখরুল ইসলাম খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকনেতা কুতুব উদ্দিন, আল আমীন, আব্দুল হক, বাস এর সাবেক জেলা সহসভাপতি শ্রমিকনেতা আব্দুন নুর, সিএনজি এর জেলা সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, বিল্লাল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি