নগরজুড়ে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ : ভোগান্তি
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৫৯:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কয়েকজন পরিবহন শ্রমিক নেতাকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে সিলেটজুড়ে হঠাৎ বিক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন শ্রমিক সংগঠন। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কে অবরোধে নামেন তারা। পরিবহন শ্রমিক সংগঠনের আকস্মিক অবরোধে নগরজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। অবরোধের কারণে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ।
জানা গেছে, রাস্তা অবরোধ ও শ্রমিক বিক্ষোভের কারণে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ঘরমুখী মানুষজন। বাধ্য হয়ে অনেকে হেঁটে গন্তব্যে যান।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী একটি বাহিনী তাদের চারজন শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে। শ্রমিক নেতারা বলছেন- সিলেটের গোলাপগঞ্জ থেকে দুজন ও দক্ষিণ সুরমা থেকে দুজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
রাত সাড়ে নয়টা পর্যন্ত সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা থেকে নাজিরবাজার, টিলাগড়- মেজরটিলায়, সিলেট-তামাবিল মহাসড়ক, এয়ারপোর্ট রোড, গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে শ্রমিক সংগঠনগুলোর সাথে বৈঠক চলছিল। জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া বলেন, আমাদের চার শ্রমিক নেতাকে ধরে নিয়ে গেছে একটি বাহিনী। কী কারণে নিয়ে গেছে আমরা জানি না। আমাদেরকে কিছু বলা হয়নি। এ চারজনকে না ছাড়া পর্যন্ত আমরা অবরোধ তুলবো না। আমরা জেলার প্রতিটি থানায় অবরোধ গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে এখনো অবরোধ করে রেখেছেন শ্রমিকরা।