গোয়াইনঘাটে অধ্যাপক শামীমের বিদায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৩:২৪ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শামীম আহমদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় কলেজের বাংলা বিভাগের উদ্যোগে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা বেগম। প্রভাষক ঋতু রাণী দাসের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক। সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শামীম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত শাহজালাল রহ. ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুন নাহার লিপি, স্টাফ কাউন্সিলের সেক্রেটারি সহকারী অধ্যাপক ফারুক আহমদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক পুলক রঞ্জন চৌধুরী, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন বাবর, প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না আক্তার হেনা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, মাসুক আহমদ, মন্তাজ আলী, তানজিল হোসেন, বাংলা বিভাগের ৩য় বর্ষের ছাত্র সামছুল ইসলাম, আলানুর, জাকির, ২য় বর্ষের ছাত্র সুলতান আহমদ, ১ম বর্ষের ছাত্র মো. সাঈদ ও একাদশ শ্রেণির ছাত্র আকিব। বিজ্ঞপ্তি