৫ম থানাগাঁও প্রিমিয়ার লীগের জমকালো উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ৬:০৯:৫২ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার : রঙিন টেবিলে বসা বিভিন্ন দলের কোচ, অধিনায়ক আর টিম মালিক। হাত উঁচিয়ে পছন্দের খেলোয়াড়কে নিজেদের দলে টানার তীব্র বাসনা। কুপন বক্স থেকে প্লেয়ারদের নাম তুলা। সামনে মাল্টিমিডিয়ার সরাসরি সম্প্রচার। আইপিএল-বিপিএলের নিলামে ঠিক যেমনটা হয় তেমনই এক ছবি দেখা গেল ওসমানীনগরের থানাগাঁওয়ে। শীতের রাতে এমনই জমকালো আয়োজনে আন্তর্জাতিক রীতি-নীতি মেনে উদ্বোধন হলো ৫ম থানাগাঁও প্রিমিয়ার লীগের।
বিপুল মানুষের উপস্থিতিতে শুক্রবার লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন সিলেটের সাবেক সভাপতি, জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক মান্না চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আক্তার আহমদ মিনছার, শিক্ষানুরাগী শহীদুল ইসলাম, প্রবাসী বাবলু মিয়া, থানাগাঁও বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাী আলি।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, এতো গোছানো একটি প্লেয়ার ড্রাফট, টানা পাঁচবার লীগ আয়োজন করতে পারাটা নি:সন্দেহে একটি সার্থকতার বিষয়। এমন রুচিস্নিগ্ধ আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকলে একটি অপরাধমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠন অসম্ভব কিছু নয়।
আয়োজকরা জানান, টানা পাঁচবার পুরো ইভেন্টটা সেটআপ করার জন্য অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। তবুও এই চ্যালেঞ্জে আমরা জয়ী হয়েছি। এই টুর্নামেন্ট এর মাধ্যমে আমাদের নিজেদের মধ্যেকার বন্ধনটা আরও জোরালো হবে।
সোহাগ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী জুমন। উপস্থিত ছিলেন, সাজু, হালিম, রনজু, মুমিন, স্বপন, সাদেক, জবলু, রেদোয়ান, লিলু, বিলাল প্রমুখ।
লীগে অংশ নিচ্ছে কাজী ফাইটার্স, এজে রাইডর্স, সুলতান সির্ক্সা, এমকে রয়্যালস, কেবি ডায়নামাইটস।