আম্বরখানা গার্লস স্কুল কলেজে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:১৭:৩৯ অপরাহ্ন
আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজে আনন্দঘন পরিবেশে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: জমির উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, এবং বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন বিবিআইএস অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ সেফুল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে, ৫ ফেব্রুয়ারী প্রধান অতিথি উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সহকারী শিক্ষক মো: ফরিদ উদ্দিন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া পরিষদের সমন্বয়কারী সিনিয়র প্রভাষক তামান্না রহমান। এরপর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এবং উপস্থিত অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি