কুলাউড়া রেলওয়ে জুনিয়র উচ্চবিদ্যালয়ে বার্ষিক মিলাদ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৪৭:০৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া রেলওয়ে জুনিয়র উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ-দোয়া, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় ভবনে প্রধান শিক্ষক জোত্যিষ চন্দ্রের সভাপতিত্বে ও শিক্ষক সাইদুল ইসলাম এবং মাওলানা ইমন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রেলওয়ের উপসহকারী ঊর্ধ্বতন প্রকৌশলী (কার্য) মো. রেজাউল হক।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় উন্নয়ন কমিটির সদস্য কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, রেলওয়ের স্টেশনমাস্টার রুমান আহমদ, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মজিদ ও আছকর আলী, সহকারী স্কাউটস কমিশনার শামসুদ্দিন বাবু প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ ইউনুস আলী ও আব্দুল জলিল।