মৌলভীবাজারে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৫:০৪ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারে পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস। বুধবার সকালে দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ডা. সন্জীব মৈতি’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শফিকুর রহমান, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন ডিডি রায় ববলু, আশিক মিয়া ও সুজন হালদার প্রমুখ। আলোচনা সভা শেষে বুদ্ধি প্রতিবন্ধী শিল্পীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।