ইলেকট্রিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৭:৩৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন আজ স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে প্রচন্ড শীতে সমাজের অসহায় মানুষের কষ্ট খুব বেশী বৃদ্ধি পেয়েছে। যারা ঠিকমত নিজের সংসার চালাতে পারছেনা, তারা শীত নিবারণে হিমশিম খাচ্ছে। আপনাদের একটু সহযোগিতার মনোভাব তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে।
তিনি বুধবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর আওতাধীন সিলেট সদর ইলেকট্রিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর শিবগঞ্জ এলাকায় শীতার্ত শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সদর ইলেকট্রিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিলেট-৭২ এর শিবগঞ্জ শাখার সভাপতি মোঃ বেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খালেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সিলেট সদর ইলেকট্রিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সালেহ আহমদ, সহ-সভাপতি রেহান আহমদ, উপদেষ্ঠা আবু হাসানাত মিটু, মোশাররফ হোসেন, শ্রমিক নেতা মোজাম্মেল আলী, মাওলানা এমদাদ হোসাইন, সাব্বির আহমদ, রাজু আহমদ, সাগর রহমান, আজহার আহমদ ও আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি