দোয়ারায় ইসলামপুর ছিদ্দিকিয়া মাদ্রাসায় সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৩৮:৫৯ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আবুল বাশারের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ আলী ভুইয়া, ম্যানেজিং কমিটির সদস্য জাকির ভুইয়া, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক সাদেক মাষ্টার, মাদ্রাসার শিক্ষক নুরুল ইসলাম, এনামুল হক, আব্দুল আজিজ, পরীক্ষার্থী রিমা আক্তার, ফরিদা আক্তার, দশম শ্রেণীর ছাত্রী প্রমি আক্তার প্রমুখ।
উল্লেখ্য, এবারে উক্ত বিদ্যালয় হতে মোট ৪০ জন ছাত্র/ছাত্রী আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।