তাহিরপুরে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৪:২৪ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে দুই ব্যাচে উপজেলার ৭টি ইউনিয়নের ৬০জন কৃষান কিষাণী অংশগ্রহণ করেন। এসময় অতিরিক্ত উপ-পরিচালক শওকত ওসমান মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দোলা, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান উদ দোলা জানান, কৃষি উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি। কৃষকরা প্রশিক্ষণ লব্ধ জ্ঞান জমিতে সঠিকভাবে প্রয়োগ করতে পারলে অধিক ফলন পাবে। আর আমরা শুধু প্রশিক্ষণ দিয়ে হাল ছেড়ে দেই না আমিসহ আমাদের মাঠ কর্মীগন মাঠে গিয়েও কৃষকদের পরামর্শ দিচ্ছি।