বার্মিংহামে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৬:০৩ অপরাহ্ন
যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে ছাত্র শিবিরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বার্মিংহামের এক অভিজাত কনভেনশন হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির নেতা এএসএম মাসুম ও সাবেক শিবির নেতা এম এ সালামের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা ও বায়তুল মাল সম্পাদক ডক্টর নুরুল ইসলাম বাবুল।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার ৪৭ বছর পর ছাত্রশিবির আজ দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। শিবির প্রতিষ্ঠিত হয়েছিল বলেই লক্ষ লক্ষ তরুণ ইসলামের দাওয়াত পেয়ে সুন্দর ও নৈতিকতা সম্পন্ন জীবন গঠন করতে পেরেছে। বক্তারা আরও বলেন, গত পনেরো বছর ধরে বতর্মান সরকার শিবিরের উপর ইতিহাসের ঘৃণ্যতম নির্যাতন নিপীড়ন করে শিবিরকে দুর্বল করতে পারেনি। শিবির লক্ষ কোটি মানুষের ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যাবে।
ভ্রাতৃ শিবিরের ব্যানারে অনুষ্ঠিত এই প্রীতি সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আরও বক্তব্য রাখেন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শামসুল আলম গোলাপ, সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ ইয়াহিয়া, সাবেক কেন্দ্রীয় পরিকল্পনা সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আইন উদ্দিন, ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক সভাপতি ডাক্তার মুসলেহ উদ্দিন ফরিদ, কুমিল্লা মেডিক্যালের সাবেক সভাপতি ডাক্তার সামছুল চৌধুরী মুরাদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি