দক্ষিণ সুরমায় ব্যবসায়ীর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৫:৪৬:৫৩ অপরাহ্ন
দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামের বাসিন্দা, কমলগঞ্জ মকন দোকান বাজারের ব্যবসায়ী পারভেজ আহমদ এর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার সকালে মকন দোকানে গোপশহর পঞ্চায়েত কমিটি, গোপশহর যুব সংস্থা সহ কয়েকটি সামাজিক সংগঠন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
গোপশহর পঞ্চায়েত কমিটির সভাপতি আকমল খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরাম খান এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আজির উদ্দিন আহমদ, আব্দুস সালাম দিলাল, আলী নেওয়াজ, মুশাররফ খান, মুর্শেদ খান মেম্বার, শাকিল খান, শওকত আলী।
বক্তারা ব্যবসায়ী পারভেজ আহমদ এর উপর যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। বক্তারা এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি