সিলেটে যাত্রীবেশে দুই ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩০:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঘড়ির কাটায় তখন রাত ৩টা। সেহান আহমদ (১৯) নামের এক যুবক নগরীর হুমায়ুন রশিদ চত্ত¡রে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠেন। তিনি সেখান থেকে যাবেন মোগলাবাজারে। গাড়িতে আগে থেকেই চালকসহ আরো দুইজন বসা ছিলেন। অটোরিকশাটি হুমায়ুন রশিদ চত্ত¡র থেকে ছেড়ে পারাইচক এলাকায় যাওয়া মাত্র গাড়িতে থাকা যাত্রীবেশে ছিনতাইকারীরা সেহান আহমদকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে ছিনতাইকারীরা নগদ বিশ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়। এ সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন সেহান। পরে রাত সাড়ে ৩টার দিকে ছিনতাইয়ের শিকার সেহান আহমদ মোগলাবাজার থানা গিয়ে ঘটনাটি জানায় এবং অভিযোগ করে।
গ্রেফতারকৃত যাত্রীবেশে ছিনতাইকারীরা হলো- আবজল আলী রাজু (৩১) ও তারেকুর রহমান তানভির (২২)। বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের শিকার মোগলাবাজার থানাধীন রাঘবপুরের বাসিন্দা মুছব্বির মিয়ার ছেলে সেহান আহমদের অভিযোগের ভিত্তিতে পুলিশ কুচাই এলাকায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনায় সেহান আহমদ বাদী হয়ে আবজল আলী রাজু ও তারেকুর রহমান তানভিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।