জালালপুরে কেমন হবে প্রাইমারি শিক্ষা ৫ম ক্যাম্পেইন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩৩:৫৯ অপরাহ্ন
রেজা মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় ও উইসডম এডুকেয়ার বিডি এর উদ্যোগে ধারাবাহিক শিক্ষামূলক ৫ম ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মূর্ত্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনে অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
মূর্ত্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ভাস্বতি দাশ এর সভাপতিত্বে ও উইসডম এডুকেয়ার বিডি এর প্রেসিডেন্ট এস এম ফাহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি কামাল আহমদ, রেজা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান হাসান আল ইসলাম রাজন, ট্রাস্টের অপর চেয়ারম্যান ফয়জুল ইসলাম সায়েম, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তান, জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জিদ্দার আলী ও দিলরুবা ইসলাম। অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন কয়েকজন অভিভাবক। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সেলিনা বেগম।
ক্যাম্পেইনে বক্তারা বলেন, ধারাবাহিক ভাবে এই ক্যাম্পেইন চালিয়ে যেতে রেজা মেমোরিয়াল ট্রাস্ট পৃষ্ঠপোষকতা করে যাবে। বক্তারা ক্যাম্পেইনের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান আরো তরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফলিক আহমদ। বিজ্ঞপ্তি